ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শাকিবের ঠোঁটে হিন্দি বোল (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জুন ২, ২০১৭
শাকিবের ঠোঁটে হিন্দি বোল (ভিডিও) শাকিব খান, ছবি: সংগৃহীত

‘দেবো তোকে দেবো ষোল আনা/ করিসনা বাহানা/তু মেরি গালি আজা না’— দুই বাংলার ছবি ‘নবাব’-এর একটি গানে ব্যবহৃত হয়েছে বাংলা-হিন্দি মেশানো এই কথাগুলো। আর এতে ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে আছেন ওপারের নায়িকা শুভশ্রী। 

এর আগে যৌথ প্রযোজনার ‘শিকারি’তে নতুন লুক আর অভিনয়ে নজর কেড়েছিলেন কিং খান। ‘নবাব’-এর ট্রেলার ও গানেও সেই আগ্রহ জাগিয়েছেন তিনি।

এবার শাকিবের নাচ দেখে বলিউড নায়কদের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। অবশ্য গানের কথায় হিন্দির মিশ্রণ তেমন ঈঙ্গিতই দেয়।  

‘ষোল আনা’ শিরোনামের গানটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পর থেকে ইতিবাচক মন্তব্যই পড়ছে বেশি। কথা-সুর-গায়কী, উপস্থাপন কিংবা কোরিওগ্রাফি মিলিয়ে কলকাতার ছবির অন্যান্য গানের মতোই গড়পরতা এটি। তবে শাকিবের উপস্থিতি যোগ করেছে নতুন মাত্রা। এ নিয়ে উচ্ছ্বসিত ‘সুপারস্টার’-এর ভক্তরা। ‘নবাব’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে এসকে মুভিজ।  

* ‘ষোল আনা’ গানের ভিডিও— 

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।