ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হাফ সেঞ্চুরির কাছে শচীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জুন ২, ২০১৭
হাফ সেঞ্চুরির কাছে শচীন ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিম’ ছবির পোস্টার

ভক্তদের মন অর্জন করতে পেরেছে ভারতের জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে তৈরি ছবি ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিম’। তাইতো পকেট খরচা বাঁচিয়ে ছবি দেখতে হলে ছুটে যাচ্ছেন দর্শকরা। তবে চমকপ্রদ তথ্য হলো- হাফ সেঞ্চুরি থেকে কিছুটা দুরূত্বে রয়েছেন শচীন অর্থাৎ বক্স অফিসে অর্ধশত কোটি রুপি আয় থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছে ছবিটি।  

ইতিমধ্যে ৩৮ কোটি ৮০ লাখ রুপি আয় করে ফেলেছে ছবিটি। এদিকে বাণিজ্য গবেষক তরণ আদর্শ তার টুইটার অ্যাকাউন্টে ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিম’-এর আয়ের তালিকা শেয়ার।

যেখানে রয়েছে, শুক্রবার (৮ কোটি ৬০ লাখ), শনিবার (৯ কোটি ২০ লাখ), রোববার (১০ কোটি ২৫ লাখ), সোমবার (৪ কোটি ২০ লাখ), মঙ্গলবার (৩ কোটি ৫ লাখ)।  

গত ২৬ মে মুক্তি পেয়েছে ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিম’। এতে ‘লিটল মাস্টার’ নিজেই নিজের চরিত্রে অভিনয় করেছেন। হিন্দি ভাষার এই ছবিটি তামিল ভাষাতেও ডাবিং করা হয়েছে। ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।