ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অপু-জয় মুখোমুখি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জুন ২, ২০১৭
অপু-জয় মুখোমুখি অপু বিশ্বাস ও জয় (ছবি: সংগৃহীত)

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয়। কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তবে অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে পাননি। এবার অপু-জয় মুখোমুখি হচ্ছেন।

বড়পর্দা নয়, একটি টিভি অনুষ্ঠানে মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস ও জয়। অনুষ্ঠানের নাম ‘সেন্স অব হিউমার’।

এটি সঞ্চালনা করছেন জয়। একইসঙ্গে অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনাও তারই। বিনোদন জগতের জনপ্রিয় কয়েকজন তারকা হাজির থাকেন এতে। এবারের অতিথি অপু বিশ্বাস।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়ে। থাকছে নাচ, গান, রম্য আলোচনা প্রভৃতি। ৩ জুন রাত ১১টায় এটি প্রচার হবে এটিএন বাংলায়।

বাংলানিউজের সঙ্গে আলাপে অপু জানান, বৈচিত্র্যপূর্ণ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে ‘সেন্স অব হিউমার’। এতে অংশ নিয়ে তার ভালো লাগছে।

এদিকে ঈদে মুক্তি পাচ্ছে অপুর ছবি ‘রাজনীতি’। এর প্রচারণার অংশ হিসেবে আরও কিছু টিভি আয়োজনে দেখা যাবে আলোচিত এই নায়িকাকে।
 
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।