ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘হটেস্ট’ প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে গেলেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুন ২, ২০১৭
‘হটেস্ট’ প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে গেলেন দীপিকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

বলিউড ইন্ডাস্ট্রিতে এক নায়িকার সঙ্গে অন্য নায়িকার লড়াই নতুন কিছু নয়। এবার প্রিয়াঙ্কা চোপড়াকে টেক্কা দিলেন দীপিকা পাড়ুকোন।

ম্যাক্সিম ম্যাগাজিন ২০১৭-এর সেরা সুন্দরী প্রতিযোগিতা ছিলো দুই বলি সুন্দরীর নাম। যেখানে বিপুল সংখ্যক ভোট পেয়ে ও প্রিয়াঙ্কাকে টপকে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন দীপিকা।

আর এর মধ্য দিয়ে ‘দ্য হটেস্ট উইমেন অব দ্য ইয়ার’ তালিকায় চলে এলো ‘তামাশা’খ্যাত এই অভিনেত্রীর নাম।

এ তালিকায় শীর্ষে রয়েছেন সুপার মডেল হেইলি বাল্ডউইন। এ ছাড়া আরও স্থান পেয়েছেন এমা ওয়াটসন, এমা স্টোন, ডাকোটা জনসন, কেনদাল জেনারসহ অনেকে। প্রিয়াঙ্কা রয়েছেন তালিকার ৩২তম স্থানে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ০২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।