ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সুচিত্রা ও শাবানার পর জ্যোতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ২, ২০১৭
সুচিত্রা ও শাবানার পর জ্যোতি জ্যোতিকা জ্যোতি, ছবি: সংগৃহীত

মহানায়িকা সুচিত্রা সেন ও কিংবদন্তি অভিনেত্রী শাবানা অভিনয় করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র রাজলক্ষ্মীর ভূমিকায়। ‘শ্রীকান্ত’ উপন্যাস অবলম্বনে ছবি দুটিতে তাদের বিপরীতে নাম ভূমিকায় ছিলেন যথাক্রমে উত্তম কুমার ও বুলবুল আহমেদ। এবার রাজলক্ষ্মী হয়ে বড়পর্দায় আসছেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। 

কলকাতায় নির্মিতব্য ছবিটিতে শ্রীকান্ত হচ্ছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটির শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন জ্যোতি।

‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির দৃশ্যধারণ শুরু হবে ১০ জুন থেকে। এর মধ্যে গ্রুমিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী। কলকাতা, ঝাড়খণ্ড ও সুন্দরবন এলাকায় ছবিটির দৃশ্যধারণ করা হবে।

অনুপ্রবেশ, উদ্বাস্তু সমস্যা, নারী পাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ— এসব দেখানো হবে ছবিতে। কাহিনিতে রাজলক্ষ্মী ওপার বাংলা থেকে চলে আসা ছিন্নমূল পরিবারের তরুনী। পরে নারী পাচারচক্রের জেরে তাকে নামতে হয় যৌনকর্মীর পেশায়। ছবিটি জনপ্রিয় উপন্যাস অবলম্বনে হলেও এর প্রেক্ষাপট হবে বর্তমান সময়ের। জ্যোতির মতে, তার অভিনয়জীবনে নতুন একটা মাত্রা যোগ করবে রাজলক্ষ্মী চরিত্রটি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।