ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এক মঞ্চে গাইবেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জুন ৩, ২০১৭
এক মঞ্চে গাইবেন তারা ছবি: সংগৃহীত

কালজয়ী অনেক গানের শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ। গানে গানে নিজস্বতা প্রতিষ্ঠিত করেছেন তারা। এমন দু’জন তারকা শিল্পীকে এবার পাওয়া যাবে একই মঞ্চে, একসঙ্গে কণ্ঠ মেলাবেন তারা।

চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় গানের অনুষ্ঠান ‘গানের উৎসব’- এর নতুন পর্বে অংশ নিচ্ছেন ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদ। এখানে সরাসরি নিজেদের সেরা গানগুলো পরিবেশন করবেন তারা।

পাশাপাশি কালজয়ী কোনো কোনো গানে একসঙ্গে কণ্ঠও মেলাবেন দু’জন।

আগামী ৪ জুন বিকেল ৩টা ৫ মিনিট থেকে অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে উপভোগ করা যাবে। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় এটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।