ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় লড়ছে ‘ওয়ান্ডার ওম্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৭
ঢাকায় লড়ছে ‘ওয়ান্ডার ওম্যান’ ‘ওয়ান্ডার ওম্যান’

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ছবিতে দেখা গেছে তার কিছু ঝলক। এবার পৃথিবীকে বাঁচাতে আমাজনের রাজকন্যা ‘ওয়ান্ডার ওম্যান’-এর বেশে হাজির হয়েছেন। তিনি ইসরায়েলের সুন্দরী গ্যাল গ্যাডট। ছবির ট্রেলারে রীতিমত কাঁপিয়ে দিয়েছেন বলা যায়। 

২ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ওয়ার্নার ব্রাদার্সের ছবি ‘ওয়ান্ডার ওম্যান’। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ছবিটি মুক্তি পেয়েছে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সসহ একাধিক প্রেক্ষাগৃহে।

প্যাটি জেনকিন্সের পরিচালনায় ছবির মূল চরিত্র গ্যাল গ্যাডট। স্টিভ ট্রেভরের চরিত্রে দেখা যাবে ‘স্টার ট্রেক’খ্যাত অভিনেতা ক্রিস পাইনকে। রয়েছেন রবিন রাইট, ড্যানি হাস্টনসহ আরও অনেকে।  

মার্কিনি এক বৈমানিক স্টিভ ট্রেভরকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে আমাজনের রাজকন্যা ডায়ানা। স্টিভের কাছ থেকেই সে জানতে পারে বাস্তবের দুনিয়া আক্রান্ত হয়েছে বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। নারীদের রাজত্বের আমাজন থেকে বের হয়ে ডায়ানা তাই সিদ্ধান্ত নেয় পুরুষতান্ত্রিক পৃথিবীকে বাঁচানোর। যেখানে পদে পদে পুরুষের সঙ্গে লড়েই নিজের অতিমানবীয় শক্তির জানান দিতে হয় তাকে। এমনই প্রেক্ষাপটে এগিয়েছে ছবির কাহিনি।

ট্রেলারের পুরোটা জুড়েই ‘ওয়ারিয়র প্রিন্সেস’ ডায়ানাকে দেখা গেছে তার সোনালী রজ্জু, রূপালি ঢাল আর ধারালো তরবারি দিয়ে একের পর এক শত্রুকে পরাস্ত করতে। লাস্যময়ী গ্যাল গ্যাডট অ্যাকশন অবতারে কেমন করবেন এ নিয়ে সন্দেহ করেছিলেন অনেকেই। কিন্তু ২০ বছর বয়সেই সামরিক বাহিনীতে  যোগ দেওয়া এই অভিনেত্রী প্রতিটি দৃশ্যে প্রমাণ করেছেন, রূপের পাশাপাশি শক্তিরও অনেক বড় আধার তিনি।  

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে গ্যাডট বলেছেন, ‘আমি আরও একবার পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করেছি আর এটা খুব কঠিন দায়িত্ব। ’ তাইতো  ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির শুটিং করতে গিয়ে এর চেয়েও বড় বড় ব্যথা সইতে হয়েছে তাকে।

তিনি আরও বলেন, ‘আমি এই শুটিংয়ের জন্য ছয় মাস প্রশিক্ষণ নিয়েছি, প্রতিদিন ছয় ঘণ্টা করে। দুই ঘণ্টা ব্যায়াম, দুই ঘণ্টা ফাইটিং কোরিওগ্রাফি ও দুই ঘণ্টা ঘোড়ায় চড়েছি। সত্যি বলতে, এটি ভীষণ কঠিন কাজ ছিলো। ’

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।