ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কার পাশে সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ৩, ২০১৭
প্রিয়াঙ্কার পাশে সানি প্রিয়াঙ্কা চোপড়া ও সানি লিওন (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে বার্লিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে পা খোলা পোশাক পড়ে বসার কারণে সমালোচনা চলছে এই সুন্দরীকে নিয়ে। প্রিয়াঙ্কার এমন সংকট সময়ে পাশে দাঁড়িয়েছেন সানি লিওন।

এ প্রসঙ্গে ‘জিসম টু’খ্যাত এই অভিনেত্রী মুখ খুলেছেন। তিনি কিছু যৌক্তিক প্রশ্ন তুলেছেন।

সানি বলেছেন, ‘আমাদের দেশের প্রমানমন্ত্রীর জন্য আমরা অনেক স্মার্ট একজন ব্যক্তিকে নির্বাচন করেছি। যদি প্রিয়াঙ্কার ছোট পোশাক নিয়ে তার কোনো আপত্তি না থাকে তাহলে আমরা কেনো বিষয়টি নিয়ে এতো সমালোচনা করছি? যেহেতু তিনি কিছু বলেননি তাহলে আমরা কেনো মাথা ঘামাচ্ছি?’

সানি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া অনেক স্মার্ট একজন নারী। এ ছাড়া তিনি সমাজের জন্যও অনেক কিছু করেছেন। তাই আমাদের সবার উচিত তাকে ভালোবাসা, ঘৃণা করা নয়। পোশাক নয়, প্রিয়াঙ্কার কাজগুলো আমাদের বিচার করা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।