ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার সুফি গানে আসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ৩, ২০১৭
এবার সুফি গানে আসিফ আসিফ আকবর, ছবি: সংগৃহীত

আধুনিক গানে জনপ্রিয়তা পেলে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সচ্ছন্দ সব ধরনের গানেই। এরই ধারাবাহিকতায় সুফি রক ঘরানার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

২০১৭ সালে আসিফ যেন নিজের ধারাই বদলে ফেলছেন। অবশ্য তেমন ঈঙ্গিতও দিয়েছিলেন।

তাই তো একের পর এক নতুন গান উপহার দিচ্ছেন আসিফ।

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রকাশিত আসিফের গাওয়া নতুন গানটির নাম ‘মাস্তকালান্দার’। রাজীব আহমেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হোসাইন। শিল্পীর মালিকানাধীন আর্ব এন্টারটেইনমেন্ট থেকে বের হয়েছে গানটির অডিও। তবে এর লিরিক ভিডিও পাওয়া যাচ্ছে আসিফের ইউটিউব চ্যানেলে।  

এদিক ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘মুমিন’ নামে আরেকটি ইসলামি গান করেছেন আসিফ। এতে তার সঙ্গে আরও গেয়েছেন বালাম ও ইমরান।

* আসিফ আকবরের ‘মাস্তকালান্দার’: 

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।