ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বামন ও রংবাজ শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ৩, ২০১৭
বামন ও রংবাজ শাহরুখ শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

আনন্দ এল রাই-এর ছবিতে বামন চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান— কিছুদিন আগে থেকেই শুনে এমনটি শোনা যাচ্ছিলো। কিন্তু তখন কেউ জানতেন না ছবির নাম। অবশেষে ‘রংবাজ’ নামটি চূড়ান্ত হলো।

বলিউডের এই সুপারস্টারকে বামনের চরিত্রে কেমন লাগবে এ নিয়ে চলছে বেশ জল্পনা-কল্পনা। বামনরূপী শাহরুখের কোনো ছবি যেন প্রকাশ্যে না আসে এ কারণে বেশ সতর্কতা অবলম্বন করছেন ছবির সংশ্লিষ্টরা।

এতোটাই সতর্ক যে, গণমাধ্যমকর্মীদের ধারেকাছে ভিড়তে দিচ্ছেন না পরিচালক আনন্দ।

‘রংবাজ’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।     

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।