ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মাঝে কিছু বছর গেলো…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জুন ৪, ২০১৭
মাঝে কিছু বছর গেলো… অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

বিয়ে, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ততার কারণে দীর্ঘদিন রূপালি পর্দার আঁড়ালে ছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দীর্ঘ বিরতি শেষে ২০১৫ সালে সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘জাজবা’ ছবির মাধ্যমে ফের বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া। এরপর ওমাঙ কুমার পরিচালিত ‘সর্বজিত’ ছবিতেও দেখা যায় তাকে। সবশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ নিজের অস্তিত্ব ফের জানান দিয়েছেন বচ্চনবধূ।

শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা অনিল কাপুরের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী। রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘ফ্যানি খান’-এ একসঙ্গে দেখা যাবে তাদের।

তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি অ্যাশ। যদি এমনটা হয়, তাহলে ১৭ বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছেন অনিল-ঐশ্বরিয়া। কেননা সবশেষ ২০০০ সালে ‘হাম আপকে দিল ম্যায় রেহতে হ্যায়’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিলো এই জুটিকে।

এদিকে গত বছর শিরোনামে এসেছিলো ছবিটি। অনিল কাপুর শেয়ার করেছিলেন ছবিটির ফার্স্ট লুক। রাকেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতুল মঞ্জরেকর। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। এ বছরের শেষ দিকে ‘ফ্যানি খান’-এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।    

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।