ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার মুখোমুখি তিন নেতা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ৪, ২০১৭
এবার মুখোমুখি তিন নেতা! জায়েদ খান, মিশা সওদাগর ও সাইমন, ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী সদস্য সাইমন। চিত্রনাট্যের প্রয়োজনে এবার তারা মুখোমুখি দাঁড়িয়েছেন। একসঙ্গে শুরু করেছেন একটি ছবির কাজ। এর নাম ‘বাহাদুরি’।

সম্প্রতি ছবিটির দৃশ্যধারণেও একসঙ্গে অংশ নিয়েছেন তারা। একসঙ্গে হাতাহাতিও করতে হয়েছে তিন নেতাকে!

সাইমন বাংলানিউজকে বললেন, ‘দিনের শেষে আমরা শিল্পী।

পর্দায় সুন্দরভাবে চরিত্র ফুটিয়ে তোলাই আমাদের কাজ। চিত্রনাট্যের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। ’

তিনি আরও জানান, ৩ জুন উত্তরার দিয়াবাড়িতে শুটিংয়ে অংশ নিয়েছেন মিশা, জায়েদ ও সাইমন। কাজ চলবে আরও ক’দিন।  

‘বাহাদুরি’র দৃশ্য, ছবি: সংগৃহীত‘বাহাদুরি’ পরিচালনা করছেন শফিক হাসান। ছবিতে এই তিন শিল্পীর পাশপাশি অভিনয় করছেন পরী মনি, নবাগত মৌ খান।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।