ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে নওশাবার কয়টি নাটক?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ৪, ২০১৭
 ঈদে নওশাবার কয়টি নাটক? নওশাবা, ছবি: বাংলানিউজ

ঈদুল ফিতর উপলক্ষে অভিনয়শিল্পীদের ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। একেক জনের ১০-১৫টি নাটক-টেলিছবি প্রচার হয়। এ ক্ষেত্রে এই ঈদে মাত্র তিনটি নাটক নিয়েই খুশি থাকছেন জনপ্রিয় অভিনেত্রী নওশাবা। 

রোববার (৪ মে) বিকেলে বাংলানিউজের কার্যালয়ে এ নিয়ে কথা বলছিলেন নাটক ও চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী নওশাবা। তার মতে, তিনটি নাটক ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ।

প্রথমত, এগুলোর গল্প তার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। আর সহশিল্পীদের ব্যাপারেও তুষ্ট নওশাবা।
 
তাহসান, আফরান নিশো ও আশীষ খন্দকার— এই তিন গুণী অভিনেতার সঙ্গে কাজ করেছেন নওশাবা। নাটকগুলো হলো যথাক্রমে ‘দূরবীনে প্রেম’, ‘যে তুমি হরণ করো’ ও ‘শেষটা অন্যরকম হতে পারতো’। এগুলো পরিচালনা করেছেন রাজীব সরকার, মাহমুদ দিদার ও গৌতম কৈরী।  

নওশাবা জানান, ‘দূরবীনে প্রেম’-এ তাহসান ও নওশাবা স্বামী-স্ত্রী। দু’জনের ভালোবাসায় কমতি নেই। তবু স্ত্রীর মনে হয়, স্বামীর সঙ্গে গালে গাল মিশিয়ে সেলফি তুলতে পারলে আরও ভালো লাগতো। কিন্তু স্বামী এই প্রবণতার বাইরের মানুষ। এ নিয়েই গল্প।  

ছবি: সংগৃহীত‘যে তুমি হরণ করো’ তৈরি হয়েছে অমর কবি আবুল হাসানের বিখ্যাত কবিতার ছায়া নিয়ে। এখানে চিত্রনায়িকার চরিত্রে থাকছেন নওশাবা। তার ভক্ত আফরান নিশো। এতে আরও আছেন শার্লিন।

আয়নাবাজি সিরিজের নাটক ‘শেষটা অন্যরকম হতে পারতো’। এখানে নওশাবা মঞ্চকর্মী। আশীষ খন্দকারের পাশাপাশি এতে আরও আছেন মম। বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ‘ওথেলো’ নাটকের আবহ থাকছে এই নাটকে।

ছবি: সংগৃহীতএদিকে ঈদে একটি অনুষ্ঠান সঞ্চালনায় পাওয়া যাবে নওশাবাকে। ‘কণ্ঠতারকা’ নামের অনুষ্ঠানটির দৃশ্যধারণ এরই মধ্যে শেষ হয়েছে। এতে নওশাবার অতিথি হিসেবে আছেন মাজহারুল ইসলাম, সুমনা হক, চৌধুরী জাফরউল্লাহ শরাফত। এটি প্রচার হবে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায়।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।