ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আরজে নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৭
আরজে নিরব নিরব ও সুপ্তি শেখ, ছবি: সংগৃহীত

চিত্রনায়ক নিরব সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন। স্ত্রী ও সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি ব্যস্ত আছেন চলচ্চিত্রের ডাবিং-শুটিংয়ে। এর মধ্যে অবশ্য একটি নাটকের কাজও করেছেন নিরব।

আরজে বা কথাবন্ধু হিসেবে হাজির হচ্ছেন তিনি। নাটকের নাম ‘চুপকথা’।

ইভান সাইরের রচনা ও নাইস নূরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক।

চিত্রনায়ক হিসেবে নিরবের বর্তমান পরিচিত থাকলেও প্রায়ই নাটকে অভিনয় করেন তিনি। এ প্রসঙ্গে নিরব বললেন, ‘এবারই প্রথম আরজে চরিত্রে অভিনয় করেছি। চরিত্র ভালো লেগেছে তাই কাজটি করা। ’

নাটকটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা সুপ্তি শেখ। বিশেষ চরিত্রে থাকছেন গায়ক কাজী শুভ। একটি বেসরকারি টিভিতে প্রচারের জন্য তৈরি হয়েছে ‘চুপকথা’।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।