ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের চোখে রাজেশ খান্নার চেয়ে বড় তারকা নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৭
সালমানের চোখে রাজেশ খান্নার চেয়ে বড় তারকা নেই সালমান খান

‘তারকার বিচারে রাজেশ খান্নার চেয়ে বড় তারকা কেউ নন। আরেকজন আছেন কুমার গৌরব। আমি তাদের জনপ্রিয়তা দেখেছি, এটি অবিশ্বাস্য। কাজেই আমার জনপ্রিয়তা তাদের তুলনায় ১০ ভাগও নেই’— কথাগুলো বলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। 

ভারতবর্ষে সালমানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা প্রশ্নাতীত হলেও অগ্রজ দুই শিল্পী সম্পর্কে তার এমন মন্তব্য সবার নজর কেড়েছে।  

সম্প্রতি বলিউডের ‘এ’ লিস্টের তারকা সম্পর্কে জানতে চাইলে খোলামেলা জবাব দিয়েছেন সালমান।

তিনি আরও বলেন, ‘অভিনয়ের দিক থেকে আমার  মতে দিলীপ কুমার সেরা। তারপর আছেন অমিতাভ বচ্চন, যিনি এখনও একইভাবে কাজ করছেন’।

রাজেশ খান্নার সঙ্গে সালমান স্টারডম বা তারকাখ্যাতির দিক দিয়ে সল্লু এগিয়ে রেখেছেন প্রয়াত অভিনেতা রাজেশ খান্নাকে। তার পাশাপাশি কুমার গৌরবের নামও উচ্চারণ করেছেন ‘বজরঙ্গি ভাইজান’ সালমান।  

ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সালমান আরও জানান, একজন অভিনেতার উচিত ক্যারিয়ারের প্রতিটি ধাপে নিজের সেরা পারফরম্যান্স দেওয়া। এ ক্ষেত্রে নিজের স্ট্যাটাস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কেউ যদি মনে করেন যে, তিনি যা করছেন তাই যথেষ্ট, তবে এর চেয়ে খারাপ কিছু হতে পারেনা। সালমান মনে করেন প্রত্যেক ছবিকে নিজের প্রথম ছবির মতো দেখতে হবে। সেই আন্তরিকতাই একজন অভিনেতার সেরা অর্জন এনে দেবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।