ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শাবনূরের দেখা মিলবে ঈদের পর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুন ৬, ২০১৭
শাবনূরের দেখা মিলবে ঈদের পর শাবনূর, ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বড়পর্দায় অনুপস্থিত জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। স্বামী-সন্তান নিয়ে প্রবাসজীবন কাটালেও দেশে আনাগোনা রাখছেন। এর মধ্যে শাবনূর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে তার একটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। ঈদের পর সেই ছবি নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন শাবনূর।

আলোচিত এই নায়িকার শেষ ছবি ‘পাগল মানুষ’ সম্প্রতি কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২০১১ সালের জুনে ‘পাগল মানুষ’-এর শুটিং শুরু হয়েছিলো।

শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবিটির নির্মাতা এম এ মান্নান। এ কারণে বন্ধ হয়ে যায় কাজ। পরে নির্মাতা বদিউল আলম খোকন বাকি অংশের শুটিং শেষ করেন। এতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহেন।

‘পাগল মানুষ’-এর দৃশ্যএই নির্মাতার সূত্রে জানা গেছে, প্রযোজক ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন। ছবিটির মুক্তি উপলক্ষে অস্ট্রেলিয়া থেকে শাবনূরের দেশে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।