ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের সত্যিকারের রাগ দেখেছেন? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, জুন ৬, ২০১৭
শাহরুখের সত্যিকারের রাগ দেখেছেন? (ভিডিও) ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন শাহরুখ খান। শুটিং শেষে ফটোশুটের জন্য দলের অন্যান্য সদস্যদের সঙ্গে মরুভূমির উদ্দেশে রওনা দেন তিনি। সেখান থেকে হোটেলে ফেরার কথা ছিলো তার। কিন্তু এর আগেই ঘটে বিপত্তি। এখানেই শাহরুখের সত্যিকারের রাগের বহিঃপ্রকাশ দেখা গেছে।

হঠাৎ মরুভূমির চোরাবালিতে আটকে যায় শাহরুখের গাড়ি। ধীরে ধীরে গাড়ি চোরাবালির ভেতর তলিয়ে যেতে থাকে।

সঙ্গে থাকা উপস্থাপিকা নিশান আতঙ্কে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে যখন একটি কমোডো ড্রাগন তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। বোঝা যাচ্ছিলো যে, শাহরুখ নিজেও খুব ভয় পেয়ে গিয়েছেন। এ সময় যতোটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলেন বলিউডের এই সুপারস্টার।

নানাভাবে ড্রাগনটিকে তাড়ানোর চেষ্টা করেন শাহরুখ। কিন্তু কোনো কিছুতেই কাজ হয় হচ্ছিলো না। এরপর ভয়ংকর দেখতে প্রাণীটির উদ্দেশ্য কাঁদা ছুঁড়তে থাকেন কিং খান। প্রাণীটি শাহরুখের কাছাকাছি আসার পর শাহরুখ বুঝতে পারেন যে, এটি ড্রাগন নয়, ড্রাগনের পোশাকে মিসরীয় কমেডিয়ান ও প্র্যাংক শো উপস্থাপক রমিজ গালাল।

এসবের জন্য প্রস্তুত ছিলেন না এই নায়ক। প্রচণ্ড বিরক্ত হয়েছেন শাহরুখ। এ প্রসঙ্গে রমিজকে উদ্দেশ্য করে শাহরুখ বলেছেন, ‘এসব করার জন্য ভারত থেকে আমাকে এখানে নিয়ে এসেছো?’

পরে অবশ্য শাহরুখের পা ধরে ক্ষমা চান রমিজ। এর আগে ক্ষুব্ধ শাহরুখ রমিজকে ঘুষি দিতে উদ্যত হন, তাকে টেনেহেঁচড়ে অপদস্তও করেন। সব মিলিয়ে বুঝতে অসুবিধে হয়না যে, শাহরুখ সত্যি প্র্যাংক হয়েছিলেন।  

* শাহরুখের চোরাবালিতে আটকে যাওয়ার ভিডিও


* রমিজ গালালকে মারার ভিডিও

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
বিএসকে/এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।