ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হ্যাঁ না হ্যাঁ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ৬, ২০১৭
হ্যাঁ না হ্যাঁ! আরিফিন শুভ, ছবি: সংগৃহীত

শুরুতে হ্যাঁ, তারপর না,  এখন আবার হ্যাঁ— নতুন একটি ছবিতে কাজ করা নিয়ে জনপ্রিয় চিত্রনায়ক অারিফিন শুভর সিদ্ধান্ত এমনই। জটিলতা কাটিয়ে যৌথ প্রযোজনার ছবি ‘ওলট পালট’-এ অবশেষে থাকছেন শুভ।  সংশ্লিষ্টরা খুশি যে, এই নায়কের সঙ্গে শিডিউল মিলিয়ে তারা কাজটি করতে পারছেন। 

শিডিউল জটিলতার কারণে আরিফিন শুভ ‘ওলট পালট’ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তার সঙ্গে শিডিউল মিলিয়েছে।

ঈদের পর থেকে শুভ তাদের শিডিউল দিয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে শুভ বলেন, ‘আমি আগেই বলেছি যে, আগের দেওয়া শিডিউল আমাকে রাখতে হবে। এ কারণে ছবিটি করতে অপারগতা প্রকাশ করেছিলাম। এখন আমার সঙ্গে আবার তারা শিডিউল মিলিয়ে নিয়েছেন। আমি ছবিটি করছি। ’

আরিফিন শুভ জানান, ভারতে ছবিটির শুটিংয়ে অংশ নিতে ঈদের দু’দিন পর দেশ ছাড়বেন তিনি।  

ছবির গল্প নিয়ে শুভ জানান, চার ব্যাচেলর বন্ধুর জীবনের কাহিনি তুলে ধরা হবে ছবিতে। এই চারটি চরিত্রে থাকছেন সোহম, যিশু সেনগুপ্ত, আরিফিন শুভ ও রোশন।

‘ওলট পালট’ পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন প্রসেনজিৎ চ্যার্টাজি। আরও অভিনয় করছেন কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত, তনুশ্রী, বিদ্যা সিনহা মিম, পিয়া বিপাশা ও রোশন। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।