ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

একটি অন্যরকম সন্ধ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
একটি অন্যরকম সন্ধ্যা ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে কিছু জনপ্রিয় গান ও ভিডিও উপহার দিয়েছে প্রযোজনা প্রতিষ্টান গানচিল। বৈচিত্র্যপূর্ণ উস্থাপনার কারণে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে। এরই মধ্যে লক্ষাধিক সাবস্ক্রাইবার পেয়েছে গানচিল। এ আনন্দ ভাগাভাগি করে অন্যরকম সন্ধ্যা কাটিয়েছেন গানের মানুষেরা।  

এক লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করায় গানচিল মিউজিককে ইউটিউব কর্তৃপক্ষ সিলভার প্লে বাটন সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে ২ জুন সন্ধ্যায় গানচিলের কার্যালয়ে গানের মানুষদের মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা ও গীতিকবি আসিফ ইকবাল গানচিলের সাফল্যে শিল্পী-কুশলী ও শ্রোতা-দর্শকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিক তুহিন, অটমনাল মুন, মাহাদী, অদিত, প্রতিক হাসান, প্রীতম হাসান, তানজীব সরোয়ার,  তানিম রহমান অংশু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।