ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীর সঙ্গে তিন মাস কথা বলি না: শ্রীদেবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুন ৬, ২০১৭
স্বামীর সঙ্গে তিন মাস কথা বলি না: শ্রীদেবী শ্রীদেবী (ছবি: সংগৃহীত)

‘মম’ ছবির কাজ নিয়ে এতোটাই ব্যস্ততা যে, স্বামী বণী কাপুরের সঙ্গে তিন মাস ধরে কথা বলেন না শ্রীদেবী। সম্প্রতি নিজের মুখে এমনটা স্বীকার করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

‘মম’-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত এই তারকা বলেন, ‘গত তিন মাস ধরে আমি আমার স্বামীর সঙ্গে কথা বলি না। কেননা ছবির কাজ নিয়ে এতোটাই ব্যস্ত রয়েছি যে, সেই ভোরে ঘুম থেকে উঠে ওকে শুভ সকাল বলে বেরিয়ে পড়া, তারপর গভীর রাতে ফিরে শুভরাত্রি বলি।

তিনমাস আমাদের মধ্যে এর বাইরে কথা হয়নি। ’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমি একেবারে পাক্কা অভিনেত্রী হয়ে গিয়েছিলাম। ছবিটির জন্য পরিচালকের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিলাম নিজেকে। ’  

‘মম’ ছবিতে শ্রীদেবীর বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিক, দয়াশংকর কাপুর ও আরিয়াসহ প্রমুখ।

* ‘মম’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।