ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

চমকে দেওয়ার মতো খাবার মেন্যু প্রভাসের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
চমকে দেওয়ার মতো খাবার মেন্যু প্রভাসের প্রভাস (ছবি: সংগৃহীত)

বাহুবলী চরিত্রটি এখন ইতিহাস। এই চরিত্রের জন্য প্রভাস কি উপযুক্ত? অধিকাংশের উত্তর আসবে ‘হ্যাঁ’। সত্যি তাই। বাহুবলী আর প্রভাস যেন একই সত্তা। কিন্তু এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কিছুই করতে হয়েছে নায়ককে।

হাজার রকমের কসরত করেছেন প্রভাস। খাবার গ্রহণেও মানতে হয়েছে কঠোর নিয়ম।

কিন্তু শুটিংয়ে রোজ এক খাবারে মন মজতো না তার। তাইতো যেদিন ডায়েট চার্ট মানতে হতো না, সেদিন কমপক্ষে ১৫ রকমের বিরিয়ানি সামনে নিয়ে বসতেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির প্রদর্শনীতে এ মজার তথ্য জানান নির্মাতা এসএস রাজামৌলি।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘কী ধরনের ডায়েট অনুসরণ করবে আমি এটি তাদের ওপর ছেড়ে দিতাম। আমি তাদের কোনো প্রকার চাপ সৃষ্টি করতাম না, তবে প্রভাসকে নিয়ে একটি মজার ঘটনা বলি। লাগাতার ডায়েটের পর রুটিনের অংশ হিসেবে মাসে একটি চিট মিল থাকতো। ওই দিন ওর খাবারের তালিকায় যা থাকতো তা দেখার মতো। প্রায় ১০-১৫ পদের বিরিয়ানি, শুধু বিরিয়ানিই, কোনো বাড়াবাড়ি করছি না! আপনি নামও শোনেননি এ রকম বিরিয়ানিও আছে। মেন্যুতে আরও থাকতো বিভিন্ন ধরনের মাছ, মুরগি ও খাসির মাংস। শুধু তাই নয় তরকারি, ভাজিও থাকতো। ’

ছবিতে প্রভাস ও রানা দাগ্গুবতীর আত্মত্যাগেরও প্রশংসা করেন রাজামৌলি। তিনি মনে করেন, তারা দু’জন যেভাবে নিজেদের শারীরিক গঠন ঠিক রেখেছেন তা সত্যিই কঠিন একটি ব্যাপার।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।