ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এতোটাই ছোট পোশাক যে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ৬, ২০১৭
এতোটাই ছোট পোশাক যে… ছবি: সংগৃহীত

এই তো সেদিন আইফা অ্যাওয়ার্ড ২০১৭-এর সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তিনি এতোটাই ছোট পোশাক পরেছিলেন যে, বিড়ম্বনায়ই পড়তে হয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে।

এ সময় ‘এক থা টাইগার’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে আরও ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা সালমান খান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ছবি তোলার জন্য আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সালমান খান, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ।

এর আগেই ক্যাটরিনা হোটেল লবিতে পোশাক বিড়ম্বনায় পড়েন। ছোট পোশাক পড়ার কারণে ক্যাটের অন্তর্বাস দৃশ্যমান হয়ে ওঠে। আর দৃশ্যটি ক্যামেরায় ধরাও পড়ে। বিষয়টি বুঝতে পেরে ক্যাটরিনা ওই ফটো সাংবাদিককে ছবিটি ডিলিট করার জন্য অনুরোধ করেন। তার কথা রেখেছেন সংবাদকর্মী।

সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ক্যাট। এ ছাড়া ‘জাগ্গা জাসুস’-এর প্রচারণাও করছেন তিনি। এতে ক্যাটরিনার সহশিল্পী প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।