ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত ৩৬ জনকে সংবর্ধনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ৬, ২০১৭
রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত ৩৬ জনকে সংবর্ধনা ৩৬ জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দিতে যাচ্ছে ডিরেক্টরস গিল্ড

নির্মাণ কিংবা অভিনয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা পেয়েছেন এমন ৩৬ জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দিতে যাচ্ছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তালিকায় আছেন দেশের সর্বোচ্চ তিন সম্মাননা স্বাধীনতা পদক, এুকশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তরা। 

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক জানান, ৯ জুন বিকেল সাড়ে ৪টায় ঢাকার নিউ ইস্কাটনের আইভী কনভেনশন সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে থাকছে ইফতার পার্টি।

এই আয়োজনে সংবর্ধনা পেতে যাচ্ছেন— আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, সাইদুল আনাম টুটুল, ম.হামিদ, সুবর্ণা মুস্তাফা, মামুনুর রশীদ, মোরশেদুল ইসলাম, আবুল হায়াত, হানিফ সংকেত, মুস্তফা মনোয়ার, সারা যাকের, তারিক আনাম খান, গাজী রাকায়েত, নাসির উদ্দীন ইউসুফ,  মাসুম আজিজ, শহীদুজ্জামান সেলিম, গোলাম সোহরাব দোদুল, শহীদুল হক খান, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, শহীদুল আলম সাচ্চু, নুরুল আলম আতিক, আবু সাইয়ীদ, গিয়াস উদ্দিন সেলিম, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, মুরাদ পারভেজ, সাইফুল ইসলাম বাদল, মাহফুজ আহমেদ, অনিমেষ আইচ, রেদওয়ান রনি, শাহনেওয়াজ কাকলী, রেজানুর রহমান, মোহাম্মদ হোসেন জেমী ও রিয়াজুল রিজু।

এর বাইরে দুই প্রয়াত নির্মাতাকে সম্মাননাস্বরূপ শ্রদ্ধা জানানো হবে। তারা হলেন আবদুল্লাহ আল  মামুন ও খালিদ মাহমুদ মিঠু।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।