ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

যমজ সন্তানকে স্বাগত জানালেন জর্জ-আমাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ৭, ২০১৭
যমজ সন্তানকে স্বাগত জানালেন জর্জ-আমাল আমাল আলিমুদ্দিন ও জর্জ ক্লুনি (ছবি: সংগৃহীত)

তাদের যে যমজ সন্তান হবে এ খবর আগে থেকেই জানা ছিলো। অবশেষে মঙ্গবার (৬ জুন) সন্তানদের স্বাগত জানালেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও আইনজীবী আমাল আলামুদ্দিন দম্পতি। সন্তানদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। নবজাতদের নাম রাখা হয়েছে এলা ও আলেক্সান্ডার।

সন্তানদের আগমনের খবর নিশ্চিত করে এ দম্পতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সকালে এলা ও আলেক্সান্ডারকে স্বাগত জানিয়েছেন জর্জ-আমাল দম্পতি। মা ও সন্তান সকলেই সুস্থ রয়েছেন।

২০১৪ সালে ইতালির ভেনিসে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী আমাল আলিমুদ্দিনকে বিয়ে করেন জর্জ ক্লুনি।

এর আগে, যমজ সন্তানের জন্ম দিয়েছেন এমন হলিউড তারকাদের মধ্যে রয়েছেন, ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি, মারিয়া কেরি-নিক ক্যানন, জেনিফার লোপেজ-মার্ক অ্যান্থনি, রেবেকা রমিজন-জেরি ও’কনেল দম্পতি। এছাড়া খুব শিগগির বিয়ন্সে ও জে জেড দম্পতিও যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।