ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রধানমন্ত্রী হচ্ছেন অনুপম খের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ৭, ২০১৭
প্রধানমন্ত্রী হচ্ছেন অনুপম খের! অনুপম খের (ছবি: সংগৃহীত)

শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। সত্যি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন অনুপম খের। তবে বাস্তবে নয়, রূপালি পর্দায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ভারতের কংগ্রেস দলীয় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান এই অভিনেতা।

সঞ্জয় বড়ুয়ার বই ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ছায়া অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এর চিত্রনাট্য লিখছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এইচ মেহেতা।

এটি পরিচালনা করবেন বিজয় রত্নাকর গুট্টে। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। এছাড়া ছবিটি প্রযোজনা করছেন সুনীল বোহরা।

মনমোহন সিং ও অনুপম খের (ছবি: সংগৃহীত)সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালে ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। তবে ছবিতে অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।