ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তারকাবহুল ৫ নাটক নিয়ে শিহাব শাহীনের ঈদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ৭, ২০১৭
তারকাবহুল ৫ নাটক নিয়ে শিহাব শাহীনের ঈদ নির্মাতা শিহাব শাহীন (ছবি: সংগৃহীত)

কয়েক বছর ধরে ঈদের নাটক মানেই শিহাব শাহীনের নির্মাণ। ব্যতিক্রমী গল্প, বড় বাজেট আর তারকাবহুল নাটক-টেলিছবি নির্মাণ করে এরই মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন এই নির্মাতা। এরই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতরে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে শিহাব শাহীনের ৫টি তারকাবহুল নাটক-টেলিছবি।

বুধবার (৭ জুন) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে শিহাব শাহীন বলেন, ‘মাস খানেক আগে থেকেই ঈদের কাজ শুরু করেছি। দুটি টেলিছবি ও তিনটি নাটক তৈরি করছি এবার।

এর মধ্যে দুটি নাটকের শুটিং এখনও বাকি। ’

টেলিভিশন নাটকের জনপ্রিয় তারকা শিল্পীরা কাজ করেছেন শিহাব শাহীনের নাটক-টেলিছবিতে। তাদের মধ্যে আছেন জাকীয়া বারী মম, তাহসান, কেয়া, সজল, আফরান নিশো, জোভান, সুষমা সরকার, শবনম ফারিয়া, তৌসিফ, সিয়াম আহমেদ প্রমুখ।  

‘এক্স ফ্যাক্টর রিলোডেড’
এবার ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’ তৈরি করছেন শিহাব শাহীন। ২০০৮ সাল থেকে চলছে এই সিরিজ। এবার থাকছে চার নম্বর সিক্যুয়েল। নতুন এক্স ফ্যাক্টরের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদ। আর নারী চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়া ও নাদিয়া মিমকে।

‘জ্যাকসন বিল্লাল’
প্রেম ও দাম্পত্যের টানাপড়েনের গল্পের পাশাপাশি শিহাব শাহীন এবার একটি নাটকে তুলে ধরছেন সত্য কাহিনি। যে কাহিনি যে কাউকে অনুপ্রাণিত করবে। নাটকটির নাম ‘জ্যাকসন বিল্লাল’।  

খুলনার দৌলতপুরের রেলিগেট এলাকায় চানাচুর বিক্রি করেন বিল্লাল ব্যাপারী। কাস্টামারদের আকৃষ্ট করতে পপসম্রাট মাইকেল জ্যাকসনের নাচ দেখান তিনি। নেচে নেচে চানাচুর বিক্রির একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে পড়লে নাটক তৈরির পরিকল্পনা করেন এই নির্মাতা। এরপর বিল্লালের কাছে তার কাহিনি শুনে তৈরি করেন ‘জ্যাকসন বিল্লাল’ নাটকটি। এতে নাম ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ। আরও আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।  আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে ‘জ্যাকসন বিল্লাল’।

‘মেনিকুইন মুমু’
স্বামী-স্ত্রীতে কলহ। স্বামী স্ত্রীকে বলেন, ‘তোমার সঙ্গে সংসার করার চেয়ে একটা পুতুলের সঙ্গে সংসার করা ভালো’। এমন কথায় চটে যায় স্ত্রী, চলে যায় বাবার বাড়ি। স্বামী কিনে আনেন একটি পুতুল। এরপর ঘটতে থাকে নানা কাহিনি। ‘মেনিকুইন মুমু’ শিরোনামের এই টেলিছবিটিতে অভিনয় করেছেন মম, তাহসান, সুষমা সরকার, অালিফ প্রমুখ। এনটিভিতে প্রচার হবে এটি।

‘অসম প্রেমের গল্প’
জিটিভিতে প্রচার হবে শিহাব শাহীনের ‘অসম প্রেমের গল্প’ নাটকটি। শিরোনাম শুনেই এর কাহিনি আন্দাজ করা যায়। এতে অভিনয় করেছেন মম, আফরান নিশো, জোভান প্রমুখ।

‘স্বপ্নমানুষ’
 সজল, কেয়া আর ‍রুসনানকে নিয়ে শিহাব শাহীন তৈরি করেছেন ‘স্বপ্নমানুষ’। নাটকের গল্প এগিয়েছে একজোড়া প্রেমিক-প্রেমিকা আর একজন শোবিজ তারকাকে ঘিরে। প্রিয় তারকার জন্য পাগল এক তরুণের প্রেমিকা। একসময় সেই তারকারও ভালো লেগে যায় মেয়েটিকে। এমন গল্প নিয়ে তৈরি ‘স্বপ্নমানুষ’ প্রচার হবে বাংলাভিশনে।

‘ছুঁয়ে দিলে মন’-এর নির্মাতা শিহাব শাহীন জানান, নাটক-টেলিছবিগুলোর চিত্রনাট্য তারই করা। তার সহযোগী হিসেবে আছেন মেজবাহউদ্দিন সুমন, ওসমান সজীব ও পিয়াল। টেলিছবি ‘মেনিকুইন মুমু’ ও ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’-এ ব্যবহার করা হবে দুটি নতুন গান। তাহসান ও প্রীতম হাসানের এগুলোতে কণ্ঠ দেওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।