ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভ-আমিরের প্রথম ছবির কাজ শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ৭, ২০১৭
অমিতাভ-আমিরের প্রথম ছবির কাজ শুরু আমির খান ও অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)

শুরু হলো বিজয় অমিতাভ বচ্চন ও আমির খানের প্রথম ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিং। সোমবার (৫ জুন) মালটায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। নাম ঘোষণার পর থেকে কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটি আছে আলোচনায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবির সেটের একটি মুহূর্ত শেয়ার করেছেন আমির খান। যেখানে দেখা যাচ্ছে, ছবির দলের এক সদস্যর সঙ্গে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি।

এর ক্যাপশনে তিনি লিখেছেন, শুরু হলো ‘থাগস অব হিন্দুস্তান’। তবে মজার ব্যাপার হলো- এ সময়ও মিস্টার পারফেকশনিস্টের নাকে নাকফুল দেখা গেছে।

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমিরের সঙ্গে আরও রয়েছেন বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ফাতেমা সানা শেখ। এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে রূপালি পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন অমিতাভ-আমির।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।