ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দুই পরিবারের সম্মতিতে হয়ে গেলো বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ৭, ২০১৭
দুই পরিবারের সম্মতিতে হয়ে গেলো বিচ্ছেদ! হিমেশ রেশমিয়া ও কোমল (ছবি: সংগৃহীত)

গত বছরের ডিসেম্বর মাসে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া ও কোমল দম্পতি। অবশেষে মঙ্গলবার (৬ জুন) মুম্বাই আদালত তাদের আবেদন মঞ্জুর করেছেন। এরই মধ্য দিয়ে ২২ বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা।

বিচ্ছেদ প্রসঙ্গে হিমেশ বলেন, ‘জীবনে কখনও কখনও পারস্পারিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই আমাদের উচিত সম্পর্ককে যথাযথ সম্মান করা।

আমি ও কোমল আইনিভাবে স্বামী-স্ত্রীর বন্ধন থেকে আলাদা হতে চেয়েছি। এ ছাড়া এই সিদ্ধান্তে দুই পরিবারের সদস্যরা আমাদের সমর্থন দিয়েছেন। তবে এ ঘটনার পরও আমার একে অন্যের পরিবারের একজন হয়ে থাকবো। ’

প্রাক্তন স্বামীর সুরে সুর মিলিয়ে কোমল বলেন, ‘আমি ও হিমেশ একে অপরকে অনেক সম্মান করি। তাই আমরা দু’জনে মিলেই আইনিভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সবসময় পরিবারের সদসদের মতো থাকবো। ’

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।