ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তার জন্য হিন্দি শিক্ষক হলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
তার জন্য হিন্দি শিক্ষক হলেন সালমান সালমান খান ও ঝু ঝু (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই মুক্তি পাবে কবির খান পরিচালিত ‘টিউবলাইট’। বর্তমানে ছবিটির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। স্বাভাবিকভাবেই হিন্দিতে পারদর্শী নন এ অভিনেত্রী। সে কারণেই তার হিন্দি শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সালমান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, হিন্দি ভাষা শিখতে বিশেষ ক্লাস করেছেন ঝু ঝু। হিন্দি উচ্চারণ শিখতে বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে।

তবুও সঠিকভাবে হিন্দি শিখতে বেশ সময় নিচ্ছিলেন ঝু ঝু, এদিকে নির্মাতা কবির খানও সবকিছু নিখুঁত চান। শেষ পর্যন্ত ঝু ঝুর সাহায্যে এগিয়ে আসেন সালমান। তিনি এ অভিনেত্রীকে হিন্দি শেখানোর দায়িত্ব নেন।

এখানেই শেষ নয়, ছবির দৃশ্যধারণের সময় প্রত্যেক দৃশ্যের আগে ঝু ঝুর সংলাপ নিয়ে আলোচনা করতেন সালমান। প্রত্যেক লাইনের অর্থ বুঝিয়ে দিতেন বলিউডের এই সুপারস্টার। এমনকি লাইনগুলো সহজে কীভাবে মনে রাখা যায় সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিতেন তিনি।

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এতে ঝু ঝু ছাড়াও অভিনয় করেছেন সালমান খানের ছোট ভাই সোহেল খান। ছবিতে অতিথি চরিত্রে হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘টিউবলাইট’।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।