ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পূর্ণেন্দু পত্রীর কবিতার অাবেশে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ৯, ২০১৭
পূর্ণেন্দু পত্রীর কবিতার অাবেশে ইমন ও মৌটুসী বিশ্বাস (ছবি: সংগৃহীত)

: ‘তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছো শুভঙ্কর।
: এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি…কিন্তু তার বদলে?
: বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
: খেয়েছি’—

এটি পূর্ণেন্দু পত্রীর ‘কথোপকথন’ সিরিজের ১৪ নম্বর কবিতার অংশ বিশেষ।

জনপ্রিয় এই কবিতা অবলম্বনে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন অভিনেতা ইমন ও মৌটুসী বিশ্বাস। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা।

শুটিং শেষ। কিন্তু শিল্পীদের মনে কবিতাটির রেশ রয়ে গেছে, কাটেনি আবেশও।  

শুক্রবার (৯ জুন) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে ইমন বলেন, ‘এক কথায় দারুণ একটি নাটকে অভিনয় করেছি। দারুণ ঘোরের মধ্যে কাজটি করেছি। এতো রোমান্টিক আর প্রেমময় কবিতা খুব কমই আছে। শুটিং শেষ হওয়ার পরও মনে হচ্ছে ঘোরের মধ্যে আছি। ’

‘কথোপকথন’ নাটকটি তৈরি করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি জানান, কবিতা অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম শাহরিয়ার। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ, শম্ভুগঞ্জ ব্রিজ ও রেলস্টেশন, মুসলিম ইনস্টিটিউট, আনন্দমোহন কলেজসহ শহরের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে।

ইমন-মৌটুসীর ‘কথোপকথন’ ঈদ আয়োজনে প্রচার হবে এনটিভিতে। একই চ্যানেলে কবিতা থেকে বানানো আরও ৬টি নাটক দেখানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।