ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কা-ফাতেমার মতো বিতর্কে দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুন ৯, ২০১৭
প্রিয়াঙ্কা-ফাতেমার মতো বিতর্কে দীপিকা দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

ছোট পোশাক পরার কারণে ক’দিন আগে বিতর্কের মুখে পরতে হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও ফাতেমা সানা শেখকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার একই কারণে বিতর্কিত হয়েছেন আরেক সুন্দরী দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)‘হটেস্ট ওমেন অব দ্য ইয়ার-২০১৭’ হওয়ার পর ম্যাক্সিম ম্যাগাজিনে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন দীপিকা। যেখানে সাদা ও কালো রঙের খোলামেলা পোশাক পরেছিলেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

সম্প্রতি ফটোশুটের কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)কেউ বলেছেন, ‘এটি পরিবর্তন করো। এমন পোশাক তোমার ব্যক্তিত্বের সঙ্গে মানায় না। ’ কারো মতে, ‘খুব বাজে পোশাক’। কারো মন্তব্য, ‘কখনও ভাবিনি জনপ্রিয়তার জন্য আপনি এতোটা নিচে নামতে পারেন। আপনার এই ফটোশুট খুব জঘন্য। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।