ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কন্যাসহ পাপারাজ্জির ক্যামেরায় রানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ৯, ২০১৭
কন্যাসহ পাপারাজ্জির ক্যামেরায় রানি ছবি: সংগৃহীত

তারকা সন্তানদের নিয়ে সাধারণ মানুষের কৌতূলের শেষ নেই। কারিনা-সাইফের ছেলে তৈমুর আলি খান, শাহিদ-মীরার মেয়ে মিশার প্রতিও প্রবল আগ্রহ সাধারণ দর্শকের। বলিউড অভিনেত্রী রানির কন্যা আদিরাও এর ব্যতিক্রম নয়।

মেয়ে আদিরা চোপড়াকে যতোটা সম্ভব মিডিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন রানি মুখার্জি। তাইতো মেয়ের জন্মের পর প্রথম এক বছর কোনো ছবি প্রকাশ্যে আনেননি তিনি।

সে সময় অবশ্য কয়েকবার আদিরার ভুয়া কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়। পরে প্রথম জন্মদিনে রানি নিজেই আদিরার একটি স্থিরিচিত্র শেয়ার করেন। তখন মেয়েকে লেখা একটি চিঠিও প্রকাশ করেছিলেন তিনি।

সম্প্রতি মেয়েকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন রানি। সে সময় আদিরার ছবিও তোলেন পাপারাজ্জিরা। স্থিরচিত্রগুলো এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।

মা হওয়ার পর ‘হিচকি’ দিয়ে বড়পর্দায় ফিরছেন রানি। এ জন্য ২০/২৫ কেজি ওজন কমিয়েছেন তিনি। মাত্র ৩৮ দিনেই না-কি শেষ করেছেন সম্পূর্ণ ছবির শুটিং! তাই আপাতত ছুটি কাটাতে মেয়েকে নিয়ে শহরের বাইরে আছেন রানি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।