ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নির্মাণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নির্মাণ রাবেয়া খাতুন ও আবুল হায়াৎ (ছবি: সংগৃহীত)

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ নাটক। এর নাম ‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’। আগামী ঈদুল ফিতরে প্রচার হবে এটি। গল্প থেকে চিত্রনাট্য তৈরি ও নির্মাণ করেছেন আবুল হায়াৎ।

বোনের বিয়ের দিন তার দেবর বাহারের সঙ্গে একচোট তর্ক হয়ে গিয়েছিলো প্রিয়ন্তীর। পরে অবশ্য বাহার ঝগড়া মিটমাট করে ফেলে এবং খুবই কাছে চলে আসে প্রিয়ন্তীর।

কিন্তু মনের কথা বলতে গিয়ে বাহার জানতে পারে, অন্য কাউকে ভালোবাসে প্রিয়ন্তী। প্রিয়ন্তী যে মানুষটির সঙ্গে প্রেমে জড়িয়েছে তিনি আবু মূসা, বয়সে অনেক বড়। সব জেনে দূরে সরে যায় বাহার। একদিন সবাই প্রিয়ন্তীর অসম প্রেমের ব্যাপারটি জেনে ফেলে। এরপর ওর জীবনে নেমে আসে বিপর্যয়।  

ছবি: সংগৃহীতএমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’। চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে এটি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আবুল হায়াৎ। অন্যরা হলেন— তৌকির আহমেদ, এ্যালেন শুভ্র, সুষমা, শাহনাজ সুমী, আবুল হায়াৎ, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।