ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্বর গাড়িতে মিথিলার সুগন্ধি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
অপূর্বর গাড়িতে মিথিলার সুগন্ধি! ‘ফরএভার’ নাটকের দৃশ্যে মিথিলা ও অপূর্ব (ছবি: সংগৃহীত)

কিছুদিন আগে ‘ঠিকানা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব ও মিথিলা। সেই রেশ কাটতে না কাটতেই জুটি হিসেবে একই নির্মাতার ঈদের নাটকে অভিনয় করলেন তারা। নাটকটির নাম ‘ফরএভার’, তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান।

অনেক কষ্ট করে ৬ লক্ষ টাকা দিয়ে একটি প্রাইভেটকার কেনেন অপূর্ব।  প্রথমবার গাড়ি চালাতে গিয়ে মিথিলার সুগন্ধি (পারফিউম) টের পায় অপূর্ব।

গাড়ির এক কোণে চুইংগাম দিয়ে লাভ চিহ্ন আঁকা। ঠিক এই কাজটি মিথিলা করতো বাসের গায়ে। এমন স্মৃতি জাগানিয়া প্রাইভেটকার নিয়ে কাটতে থাকে অপূর্বর দিন। কিন্তু একদিন বড় দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে যেতে হয় অপূর্বকে। সে কি বাঁচবে? মিথিলার সঙ্গে তার কি দেখা হবে? পরের কাহিনি জানতে হলে দেখতে হবে ‘ফরএভার’।

নির্মাতা আরিয়ান জানান, নাটকে নিজেদের নামেই অভিনয় করেছেন অপূর্ব ও মিথিলা। এতে একটি থিমসং ব্যবহার করা হবে। সাজিদ সরকারের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন মিফতাহ জামান। আগামী ঈদুল ফিতরের আয়োজনে আরটিভিতে প্রচার হবে অপূর্ব-মিথিলার ‘ফরএভার’। এটি প্রযোজনা করেছে আলফা আই।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুন ১০,২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।