ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন ‘ব্যাটম্যান’ তারকা অ্যাডাম ওয়েস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জুন ১১, ২০১৭
চলে গেলেন ‘ব্যাটম্যান’ তারকা অ্যাডাম ওয়েস্ট অ্যাডাম ওয়েস্ট (ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেছেন ‘ব্যাটম্যান’ তারকা অভিনেতা অ্যাডাম ওয়েস্ট। শুক্রবার (৯ জুন) লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে মারা যান বর্ষীয়ান এই অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

শনিবার (১০ জুন) ওয়েস্টের ফেসবুক থেকে তার মৃত্যুর খরবটি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন লিউকোমিয়ার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ওয়েস্ট।

১৯৫৯ সালে হলিউডে পা রাখেন ওয়েস্ট।

শুরুতে টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন তিনি। পরে ‘ডার্ক নাইট’ সিরিজে অভিনয় করার সুবাদে দারুণ জনপ্রিয়তা পান ওয়েস্ট। ষাটের দশকে দুনিয়া কাঁপানো মার্কিন টিভি সিরিজ ‘ব্যাটম্যান’-এ ব্রুস ওয়াইন চরিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন অ্যাডাম ওয়েস্ট।

অভিনয়ের পাশাপাশি অ্যানিমেশন ছবিতে কণ্ঠ দিয়েও খ্যাতি পেয়েছিলেন হলিউডের এই শিল্পী।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।