ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘এই বৃষ্টিভেজা রাতে’ এবার ভিডিওতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৭
‘এই বৃষ্টিভেজা রাতে’ এবার ভিডিওতে স্পর্শিয়া ও জোভান (ছবি: সংগৃহীত)

‘এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে/সময় আমার কাটে না/ চাঁদ কেনো আলো দেয় না/ পাখি কেনো গান গায় না/ তারা কেনো পথ দেখায় না/তুমি কেনো কাছে আসো না’— তরুণ প্রজন্মের মুখে মুখে ফেরা এই গানটি আর্টসেলের ভোকালিস্ট লিংকনের গাওয়া। তবে এটি আর্টসেল নাকি লিংকনের গান এ নিয়ে ভক্তদের মধ্যেও রয়েছে বিতর্ক। যা' হোক প্রকাশের দীর্ঘ বছর পর মিউজিক ভিডিও আকারে আসছে ‘এই বৃষ্টিভেজা রাতে’ শিরোনামের এই গানটি। 

সম্প্রতি গানটির শুটিং হয়েছে। এতে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও স্পর্শিয়া।

মিউজিক ভিডিওটি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্না।  

গায়ক লিংকন (ছবি: সংগৃহীত)জনপ্রিয় এই গানটি বান্নারও প্রিয়। ফেসবুকে তিনি লিখেছেন, ‘কতো স্মৃতি, কতো আবেগ, কতো মায়া, কতো ভালোবাসা গানটি নিয়ে। শুটিং শেষ হবার আগ মূহুর্ত পর্যন্ত বিষয়টি স্বপ্নের মতো লাগছিলো। আসলেই এই গানটির ভিডিও আমি/আমরা শুট করছি!’

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।