ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ইন্টার্নশিপ করতে গিয়ে প্রেম, তারপর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১৭
ইন্টার্নশিপ করতে গিয়ে প্রেম, তারপর? ‘হাতে রেখে হাত’ নাটকের ‍দৃশ্যে মম ও অপূর্ব

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি অপূর্ব ও মম। ঈদ আয়োজনে বিভিন্ন চ্যানেলে থাকছে তাদের নাটক-টেলিছবি। এর মধ্যে ‘হাতে রেখে হাত’ নাটকটি প্রচার করবে এসএ টিভি।

ইন্টার্নশিপ করতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অপূর্ব ও মম-এর মধ্যে। একই পেশায় তারা শুরু করেন চাকরিজীবন।

ভাগ্যক্রমে একই অফিসে চাকরি পান তারা। কিন্তু বিভিন্ন সমস্যা-সংকট আসতে শুরু করে ওদের জীবনে। দু’জন আর্কিটেক্ট-এর প্রেমের সম্পর্ক নিয়ে ‘হাতে রেখে হাত’ নাটকটি তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। মুন্না আবির রহমানের মূল ভাবনা থেকে চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী মিডি। এটি প্রযোজনা করেছে দৃক।

আরিয়ান জানান, অপূর্ব-মম জুটিকে নিয়ে এর আগে পাঁচটি নাটক বানিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম ‘প্রেম তুমি’, ‘উৎসর্গ’, ‘কাপল’, ‘এখনও আমি’। বরাবরের মতো ‘হাতে রেখে হাত’ নাটকেও থাকছে নতুন গান। সিরাজুম মুনীরের কথায় এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন। নাটকটির অনলাইন পার্টনার হিসেবে থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসও       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।