ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রণবীরকে পাঁচ হাজার রুপি দেবেন না শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ১১, ২০১৭
রণবীরকে পাঁচ হাজার রুপি দেবেন না শাহরুখ শাহরুখ খান ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে ঘোষণা করা হয়েছে পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ছবির নাম। যার নাম রাখা হয়েছে ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও আনুশকা শর্মা।

তবে চমকপ্রদ তথ্য হলো- এই ছবির নাম না-কি রেখেছেন বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি নিজের পরের ছবি ‘জাগ্গা জাসুস’-এর একটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে মজা করে ‘তামাশা’খ্যাত এই অভিনেতা বলেন, “জাব হ্যারি মেট সেজাল’ নামটি আমি সাজেস্ট করেছিলাম। আমি এখনই মান্নাতে গিয়ে শাহরুখের কাছ থেকে পাঁচ হাজার রুপি নেব। কারণ টাইটেলটা আমার দেওয়া। ”
 
কয়েক মাস আগে মেহবুব স্টুডিতে ছবির শুটিং করছিলেন রণবীর। সেখানেই অন্য ফ্লোরে কাজ করছিলেন শাহরুখ ও ইমতিয়াজ আলি। তাদের সঙ্গে দেখা করতে গিয়ে না-কি এই নামের কথা বলেছিলেন রণবীর। তখন সবাই হেসে বলেছিলেন, ‘যাচ্ছেতাই টাইটেল’। আর এখন ছবির পোস্টারে নামটি দেখে রণবীর খুব খুশি।

তবে এই দাবি অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখ খান লিখেছেন, ‘রণবীর এই দাবি করলেও জাব হ্যারি মেট সেজাল-এর নাম ও কখনও দেয়নি। ফলে পাঁচ হাজার রুপি ও পাবে না। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।