ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দেশি গানে একঝাঁক বিদেশি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুন ১২, ২০১৭
দেশি গানে একঝাঁক বিদেশি (ভিডিও) ছবি: সংগৃহীত

ডিজে সায়েম অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয়তা পেয়েছেন। গান, র‌্যাপ ও পারফর্মেন্স নিয়েই ব্যস্ত তিনি। এর আগেও সিডনিতে বাংলা গান প্রকাশ করেছেন।। এবার ঢাকার দর্শক-শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন ‘মন যে উড়ে’ গান-ভিডিও। এতে মডেল হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার এক ডজন মডেল।

গানটিতে ডিজে সায়েমের র‌্যাপ অংশের বাইরে কণ্ঠশিল্পী হিসেবে আছেন অ্যাছেস খান। গানটির কথা ও সুর করেছেন দু’জন মিলে।

সংগীতায়োজন করেছেন ডিজে সায়েম নিজেই।

অস্ট্রেলিয়ার সিনেফেক্ট এন্টারটেইনমেন্ট ও স্ট্যাশ মোশনের সহায়তায় গানের ভিডিওটি তৈরি করেছেন অ্যানি সাবরিন ও ডিজে সায়েম। ভিডিওটি ১১ জুন উন্মুক্ত করা হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

* ‘মন যে উড়ে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।