ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

চাঞ্চল্যের কারণ সেলেনার পোশাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৭
চাঞ্চল্যের কারণ সেলেনার পোশাক সেলেনা গোমেজ (ছবি: সংগৃহীত)

স্টাইলিশ তারকা হিসেবেই তাকে চেনে গোটা দুনিয়া। পার্টি, গেট টুগেদার থেকে শুরু করে কনর্সাট— কোথায় কি পোশাকে হাজির হবেন তিনি, সেদিকেই তাকিয়ে থাকে ফ্যাশন দুনিয়া। কিন্তু এবার সেই ফ্যাশনের জালেই জড়িয়ে পড়লেন জনপ্রিয় পপস্টার সেলেনা গোমেজ।

এক সপ্তাহ ধরে নতুন সিঙ্গেল ‘ব্যাড লায়ার’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন সেলেনা। তাই প্রতিটি প্রচারের মঞ্চেই তার পোশাক নজর কেড়েছে ফ্যাশনদুনিয়ার।

৮ জুন লস অ্যাঞ্জেলসে ছাই রঙা ক্রাপড্ প্যান্টের সঙ্গে সাদা বক্সি স্লিভলেস টপে সেলেনা ছিলেন লাস্যময়ী। স্টাইলিশ পোশাকের সঙ্গে পায়ে ছিলো মানোলো ব্লাহনিকের ডিজাইন করা হিল। সবকিছু ঠিকই ছিলো, কিন্তু বিপত্তি ঘটালো তার সাদা টপ। শক্ত ফেব্রিক আর সামনের ফ্ল্যাঙ্ক বেয়ারিং কাটের টপের জেরেই ঘটে বিতর্ক। সামনে থেকে সবকিছু ঠিকঠাক থাকলেও পাশে উন্মুক্ত হয়ে পড়ে তার বক্ষদেশ। আর তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফ্যাশন জগতে।

সেলেনা একা নন, কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে পোশাক বিপত্তিতে জড়িয়ে ছিলো বেশ কিছু তারকার নাম। এবার সেই তালিকায় নতুন যুক্ত হলেন সেলেনা গোমেজ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।