ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয়-মিলার প্রথম গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ১২, ২০১৭
হৃদয়-মিলার প্রথম গান (ভিডিও) মিলা ও হৃদয় খান (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। তার সুরে গেয়েছেন সমকালীন অনেক তারকা শিল্পী। বাদ ছিলেন মিলা। এবার আলোচিত এই শিল্পীর সেই ইচ্ছেও পূরণ হলো। মিলা-হৃদয় জুটির প্রথম গান আসছে, এর নাম ‘বেয়াড়া প্রেম’।

হৃদয় জানান, দীর্ঘদিনের ইচ্ছে ছিলো পছন্দের গায়িকা ও বন্ধু মিলার জন্য গান করার। অবশেষে কাজটি করতে পেরে তিনি আনন্দিত।

এরই ছাপ পাওয়া গেলো হৃদয়ের ফেসবুকে। রেকর্ডিংয়ের সময় মিলাকে নিয়ে লাইভে এসেছিলেন তিনি। মিলা-হৃদয়ের দ্বৈত গান ‘বেয়াড়া প্রেম’ ঘিরে পরপর দুটি ভিডিও ছেড়েছেন হৃদয়। একই ভিডিও শেয়ার করেছেন মিলাও।

বাংলানিউজের সঙ্গে আলাপে হৃদয় জানান, এস এ হক অলিকের কথায় নিজের সুর ও সংগীতে ‘বেয়াড়া প্রেম’-এর রেকর্ডিং এরই মধ্যে শেষ করেছেন তিনি। এটি একটি চলচ্চিত্রে ব্যবহার করা হবে। ছবিটির নাম ‘মনে রেখো’। এতে অভিনয় করেছেন মাহি ও কলকাতার বনি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটির প্রযোজক তাপসী ঠাকুর।   

* হৃদয়-মিলার ‘বেয়াড়া প্রেম’-এর অংশবিশেষ...

* হৃদয়-মিলার লাইভ..

. 

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।