ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বরুণের জন্য বাড়ি ছাড়লো এই তরুণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বরুণের জন্য বাড়ি ছাড়লো এই তরুণী অদিতি সুরানা ও বরুণ ধাওয়ান (ছবি: সংগৃহীত)

এবার প্রিয় তারকা বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়েছে অদিতি সুরানা নামে এক তরুণী। রোববার (১১ জুন) ছত্রিসগড়ের রায়পুর শহরের নিজ বাড়ি থেকে পালিয়ে আসে মেয়েটি। পরে মুম্বাইয়ের কাঞ্জুরমার্গ স্টেশন থেকে ওকে আটক করেন পুলিশ।

আটকের পর পুলিশ জানতে পারে যে, বরুণ ধাওয়ানকে সরাসরি দেখার জন্য বাড়ি থেকে পালিয়েছিলো অদিতি। পরে পুলিশ ওকে বরুণের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়।

সম্প্রতি বরুণ ও অদিতির একটি স্থিরচিত্র ঘুরপাক খাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়।

এ প্রসঙ্গে বরুণের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, অদিতির সঙ্গে এক ঘণ্টা আড্ডা দিয়েছেন বরুণ। ‘ঢিশুম’খ্যাত এই তারকার সামনে বেশ নার্ভাস ছিলো অদিতি।     

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।