ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রাক্তন প্রেমিককে চড় মারলেন ক্যাটরিনা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
প্রাক্তন প্রেমিককে চড় মারলেন ক্যাটরিনা (ভিডিও) ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

প্রেমের সম্পর্কের পাট চুকে গেছে অনেক আগেই। কিন্তু অটুট রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। সে কারণেই তো একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ ছবিতে। কথা হচ্ছে- বলিউড অভিনেতা রণবীর কাপুর ও তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে।

‘জাগ্গা জাসুস’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর-ক্যাটরিনা। এরই মধ্যে প্রাক্তন প্রেমিককে চড় মেরে খবরের শিরোনামে এসেছেন ক্যাট।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে আস্তে ‘আই লাভ ইউ’ বলছেন রণবীর। এ কারণে তাকে ‍একটি চড় মারেন। যদিও সম্পূর্ণটা মজার ছলে। চড় মারার সময়ে ক্যাটের হাতে ছিলো একটি হ্যান্ড টয়।

** রণবীর কাপুরকে চড় মারলেন ক্যাটরিনা

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।