ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শাওন গানওয়ালার দ্বিতীয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
শাওন গানওয়ালার দ্বিতীয় শাওন গানওয়ালা

‘ইচ্ছে মানুষ’, ‘মন ভালো নেই’, ‘এভাবে চাই’, ‘তোমায় পেয়ে’ বা ‘ছুঁয়ে দিলে মন’-এর ‘দিন চলে যায়’— এমন কিছু গানের সুবাদে ব্যতিক্রমী গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন শাওন গানওয়ালা। ঈদ উপলক্ষে আসছে তরুণ এই শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম, নাম ‘বলো’। 

২০১২ সালে প্রথম একক ‘স্পর্শ তোমাকে নিয়ে’ বের করেছিলেন শাওন। এরপর মিশ্র অ্যালবাম, নাটক ও ছবিতে গেয়েছেন তিনি।

পাশাপাশি মঞ্চও মাতিয়েছেন। বিরতির পর এবার আসছে শাওনের দ্বিতীয় একক।  

‘বলো’তে গান থাকছে তিনটি। এগুলো লিখেছেন জাহিদ আকবর ও জিয়াউদ্দিন আলম। এর মধ্যে দুটি গান দ্বৈত। এগুলোতে শাওনের সহশিল্পী মোহনা ও ইয়াসমিন লাবণ্য। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন ও এম এ রহমান। ‘বলো’র গানগুলো ডিজিটালি জিপি মিউজিক এ্যাপ ও জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে।  

এ ব্যাপারে শাওন বললেন, ‘তিন মাস ধরে গানগুলো তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের ইতিবাচক সাড়া পাবো। ’

* শাওন গানওয়ালার ‘ইচ্ছে মানুষ’: 

* ‘দিন চলে যায়’: 

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।