ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন আয়েশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন আয়েশা আয়েশা টাকিয়া (ছবি: সংগৃহীত)

‘টারজান: দ্য ওয়ান্ডারফুল কার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আয়েশা টাকিয়া। ‘দোর’, ‘সালাম-ই-ইশক’ ও ‘ওয়ান্টেড’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। ২০০৯ সালে ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। পরে ২০১৪ সালে তাদের ঘর আলোকিত করে আসে ছেলে মিকাইল আজমি। এরপর থেকে স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পরায় রূপালি পর্দার আঁড়ালে চলে যান তিনি।

‘জিন্দেগি ইয়ে জিন্দেগি’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মাধ্যমে কাজে ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর মধ্যে বের হয়েছে গানটির প্রথম লুক।

এটি পরিচালনা করেছেন লাভলি সিং।

এ প্রসঙ্গে লাভলি সিং জানান, মিউজিক ভিডিও হলেও এটি তৈরি করা হয়েছে ছবির মতো করে। এখানে একজন বোন কিভাবে তার বোনকে শিশু পাচারকারীদের হাত থেকে রক্ষা করে, সেটি তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।