ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হিসাব বরাবর, শোধবোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
হিসাব বরাবর, শোধবোধ রণবীর কাপুর ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে শাহরুখ খানের নতুন ছবির নাম ঠিক করা হয়েছে ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে তার সঙ্গে থাকছেন আনুশকা শর্মা। ছবিটির নাম রেখেছেন রণবীর কাপুর। এ জন্য শাহরুখের কাছ থেকে পাঁচ হাজার রুপি দাবি করেছিলেন রণবীর। শেষ খবর হলো, সম্মানি বুঝে পেয়েছেন রণবীর।

অবশেষে সেই পাঁচ হাজার রুপি রণবীরকে দিয়ে দিয়েছেন শাহরুখ খান। সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে, শাহরুখ-রণবীরের একটি স্থিরচিত্র।

যেখানে দেখা যাচ্ছে, ‘তামাশা’খ্যাত রণবীরের হাতে রুপি তুলে দিচ্ছেন কিং খান।

এরপর নিজের টুইটারে শাহরুখ খান লিখেছেন,  ‘…শোধবোধ। হিসাব বরাবর। ’

এবার আরেকটি পাওনা শোধ করতে হবে কিংখানকে। কারণ ‘জাব হ্যারি মেট সেজাল’ নামটির ‘জাব’ শব্দটি এসেছে প্রযোজক-পরিচালক করণ জোহরের মুখ থেকে। এবার তিনিও সম্মানি চাইছেন।

কিছুক্ষণ পর করণ জোহর তার টুইটারে লিখেছেন, ‘রণবীর, আমি অপেক্ষা করছি। আমার এক হাজার ২৫০ রুপি দিয়ে দিও। ’  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।