ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ফেরদৌসের সঙ্গে নওশাবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ফেরদৌসের সঙ্গে নওশাবা শুটিংয়ে ফেরদৌস ও নওশাবা

অভিনেত্রী নওশাবার প্রিয় অভিনেতাদের মধ্যে ফেরদৌস অন্যতম। এমন তারকার সঙ্গে প্রথমবার কাজ করার অনুভূতি নিশ্চয়ই অন্যরকম! নওশাবা জানালেন তেমনটিই। 

মঙ্গলবার (২০ জুন) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে নাটক-চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী নওশাবা জানান, চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র নয়, একটি বিজ্ঞাপনচিত্রে এই দুই শিল্পীকে পাওয়া যাবে।

নওশাবা বললেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি বেশ নম্র, সহযোগিতাপ্রবণ একজন সহশিল্পী। আমরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। ’ 

ফেরদৌস-নওশাবাকে নিয়ে এই টিভিসি তৈরি করা হয়েছে জাতীয় রাজস্ববোর্ডের পক্ষ থেকে। জনগণকে ভ্যাট (কর) দিতে উৎসাহী করাই এর মূল লক্ষ্য। এরই মধ্যে ‍দৃশ্যধারণ শেষ হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন খিজির হায়াত খান।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।