ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমের গান নিয়ে ফিরেছেন সায়ান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
প্রেমের গান নিয়ে ফিরেছেন সায়ান  সায়ান, ছবি: সংগৃহীত

বিষয়ভিত্তিক গান ও ব্যতিক্রমী গায়কী-পরিবেশনা নিয়ে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী সায়ান। দীর্ঘদিন পর সংগীতাঙ্গনে ফিরছেন তিনি। এবার প্রেমের গান বেঁধেছেন তিনি।

দীর্ঘ আট বছর পর আঁড়াল ভেঙেছেন সায়ান। সর্বশেষ ২০০৯ সালে তার গান প্রকাশ পেয়েছিলো।

এবার  ঈদে ইপি অ্যালবাম নিয়ে ফিরেছেন তিনি। তিন গানের অ্যালবামটিতে দুটি গানই পুরনো। নতুন গানটি প্রেমের কথামালায় সাজানো। সচরাচর এমন গান করেননা তিনি।  

‘কিছু বলো’ শিরোনামের নতুন এই গানটির কথা ও সুর সায়ানের। এর সংগীতায়োজন করেছেন প্রভাত। এরই মধ্যে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটির লিরিক ভিডিও।  

সায়ান বলেছেন, ‘আমারতো সচারাচর প্রেমের গান খুব একটা গাওয়া হয়নি। তাই একটা প্রেমের গান নিয়েই ফিরলাম। প্রেমিক-প্রেমিকার কথোপকথন ধরে এই গানটি করা। ’

পুরনো দুই গানের মধ্যে রয়েছে ‘মন আমার লজ্জা কী তোর নাই’ ও ‘রবীন্দ্র নজরুল’। সংগীতায়োজনে এরশাদ ওয়াহিদ ও অমিত মল্লিক।  

* ‘কিছু বলো’ গানটি উপভোগ করুন: 

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।