ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রবার্ট নিরোর নিমন্ত্রণে অনুপম খের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
রবার্ট নিরোর নিমন্ত্রণে অনুপম খের অনুপম খের ও রবার্ট ডি নিরো (ছবি: সংগৃহীত)

এবারের বাবা দিবসে হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন অনুপম খের। বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে নিজেই নিমন্ত্রণ জানিয়েছিলেন নিরো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিরোর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অনুপম। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন অভিনয়গুরু আপনার সঙ্গে ছবি তোলার সময় আপনার মতো একই ভঙ্গি করবে, তখন তো মূর্ছা যাওয়ার জোগাড়! কতো বড় একটি সম্মান!’

এ ছাড়া নিরোর কাছ থেকে নিমন্ত্রণ পাওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে অনুপম লিখেছেন, ‘রবার্ট ডি নিরোর মতো অভিনয়গুরু যখন তার বাড়িতে দুপুরের ভোজে ডাকবে, তখন আপনি খেতে পারবেন না।

কারণ তখন প্রাণটা থাকবে দুর দুরু। ’

হলিউডের ‘দ্য বিগ সিক’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রয়েছেন অনুপম। এই ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অনুপম খের ও রবার্ট ডি নিরো।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।