ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তারাদের যোগ দিবস পালন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
তারাদের যোগ দিবস পালন ছবি: সংগৃহীত

কখনও ভেবে দেখেছেন এতো ব্যস্ততার মাঝেও বলিউড তারকারা কিভাবে নিজেদের ফিট রাখেন? সত্যিই এর উত্তরে একটি শব্দই বলতে হয়। আর সেটি হলো ‘যোগ’। হ্যাঁ, বহু বলিউড অভিনেতা নিজেদের ফিট রাখার জন্য যোগাভ্যাসকেই বেছে নিয়েছেন। প্রতিদিন যোগ ব্যায়ামের মাধ্যমেই তারা না-কি দিন শুরু করেন। কিন্তু বুধবার যোগ দিবসটিকে কিভাবে পালন করেছেন বলিউড তারারা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।   

দীর্ঘদিন ধরেই তার টোনড ফিগারের জন্য নজর কেড়েছেন শিল্পা শেঠি। তার যোগভ্যাসের ভিডিও সিডি ইতি মধ্যেই জনপ্রিয় হয়েছে।

ফিট থাকার জন্য যোগই এক মাত্র উপায় বলে মনে করেন তিনি। মা হওয়ার পর কয়েক মাসের মধ্যে এই যোগাভ্যাসের মাধ্যমেই নিজের টোনড ফিগার ফিরে পেয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবসে নিজের ইনস্টাগ্রামে ‘বকাসন’-এর ভিডিও আপলোড করেছেন শিল্পা।

‘‘যোগই জীবন। যোগাসন করেই ডানা মেলা সম্ভব। দারুণ ব্যালেন্স শেখা যায়। এটা জাদুর মতো। অভ্যাস বন্ধ করবেন না। ’’ আন্তর্জাতিক যোগ দিবসে টুইটে এমনই মন্তব্য বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারের। স্ত্রী বিপাশার সঙ্গে বেশ কিছু অসাধারণ যোগাসনের ছবি শেয়ার করেছেন ‘অ্যালন’খ্যাত এই তারকা।

শিল্পা, বিপাশার মতোই যোগাভ্যাসে বিশ্বাসী বি-টাউনের আরও বেশ কয়েক জন সুন্দরী। সে তালিকায় রয়েছেন, কঙ্গনা রণৌত, করিনা কাপুর খান, জুহি চাওলা, মালাইকা অরোরা, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।